ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য আগামী দুদিন জরুরি প্রয়োজনে বাসার বাইরে গেলে সঙ্গে ফটো আইডি রাখার পরামর্শ দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এসময় র্যাব মহাপরিচালক ঢাকার বাইরে থেকে নির্বাচনী প্রচারে আসা লোকদের ঢাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ পরামর্শ দেন।
বেনজীর আহমেদ বলেন, মেয়র প্রার্থীরা এখানে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। অনেকে ঢাকার বাইরে থেকে আত্মীয় স্বজন নিয়ে এসেছেন, ক্যাম্পেইন করেছেন। প্রচারণা কিন্তু আজ রাত ১২টার পরে বন্ধ হয়ে যাবে। আমরা আশা করবো যারা বাইরে থেকে এসেছেন, সাহায্য-সহযোগিতা করেছেন নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য, আপনাদের কাজ শেষ, এবার আশা করবো ঢাকা ছেড়ে চলে যাবেন। আগামী দুদিন অপ্রয়োজনে ঢাকা সফর না করতে দেশবাসীকে নিরুৎসাহিত করতে চাই, যাতে শুধু ভোটাররাই চলাফেরা করতে পারেন।
র্যাব মহাপরিচালক আরো বলেন, আগামীকাল ও পরশু দিন যারা বাইরে চলাফেরা করবেন, যে কোনো ধরনের ফটোআইডি সঙ্গে রাখবেন, যাতে আমরা বুঝতে পারি আপনি ঢাকার নাকি বাইরের কোনো লোক।
আরো দেখুন- একদিনের জন্যে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ
বার্তা কক্ষ, ৩০ জানুয়ারি ২০২০