শান্তিপূর্ণ পরিবেশ আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে চাঁদপুরে বিদ্যাদেবী সরস্বতি’র পূজা অনুষ্ঠিত হচ্ছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সকাল ১১টার মধ্যে সকল মন্দির ও মন্ডপে ভক্তবৃন্দ দেবীর পায়ে অঞ্জলী প্রদান করেন।
এ বছর চাঁদপুরের পূজার বিষেশ আকর্ষন শহরের পুরানবাজরে দাস পাড়ার বিদ্যার্থী সংঘের ১৬ ফিট উচ্চতার সরস্বতি প্রতিমা। যা দেখতে শত শত দর্শনার্থী মন্ডপে ভীর করছেন।
সকালে বিভিন্ন মন্ডপে ও মন্দিরের দেবীকে অঞ্জলী প্রদানে ছিল উপচেপরা ভীর। বিকেলের পর থেকে বিশেষ করে সন্ধ্যার পর প্রতিটি মন্ডপে দেবীর দর্শনে শিশুসহ সকল বয়সী মানুষের ভরে চোখে পরে। দর্শনার্থীরা মধ্যরাত পর্যন্ত মমন্ড মন্ডপে ঘুরে প্রতিমা, আলোকসজ্জা দেখেন। জেলা শহরসহ সকল মন্ডপে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
জেলা শহরের রাম কৃষ্ণ আশ্রম, কালী বাড়ি মন্দির, গোপাল জিউড় আখড়া, গোপাল, জিউর আখড়া, পুরান বাজার হরিসভা, চাঁদপুর সরকারি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মজুমদার বাড়ি, পাল পাড়া শীতলা মায়ের মন্দির, মির্নাভা ম্যাচ, নিতাইগঞ্জ, বারোয়রি মন্দির, নতুন বাজার ঘোষ পাড়া, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, গনি মডেল উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার রামপুর ইউনিয়নের পূর্নচন্দ্র রায়ের বাড়ি, পান্ন বাড়্শিীল বাড়ি, মহামায়া বাজার, শহরের প্রতাপ সাহা রোড লোকনাথ বাড়ি, মাতৃ সংঘ, মায়ের অরাধান সংঘ, কদমলা উত্তরণ সংঘ, লোকনাথ সংঘ, গুহ বাড়ি মন্দির, প্রেসকালাব সড়কের স্বস্তিক সংঘ, গুয়াখোলা দুর্গা মন্দির, কোড়ারিয়া রোড সাহা বাড়ি পূজা মন্ডপ, স্বর্ণখোলা হরিজন পল্লী, বকুলতলা নবকিশোর সংঘর্ষ,রেলওয়ে ডকলাইন হরিজন পল্লী, পুরান বাজার হরিজন পল্লী, নবতারা সংঘ, দাস মধুসূসদ উচ্চ বিদ্যালয়, দাস পাড়া সার্বজনীন দূর্গা মন্দির।
আগামীকাল ৩১ জানুয়ারি বিকেলে শহরের অানন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে বিদ্যাদেবী সরস্বতি পূজার সমাপ্তি ঘটবে।
আশিক বিন রহিম