ক্রিকেটবিশ্বও আরও একবার নিউজিল্যান্ড ক্রিকেটারদের প্রশংসায় মেতেছে। দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু এই ম্যাচেই এমন একটি দৃশ্যের অবতারণা হয়েছে যে, ক্রিকেটবিশ্ব ধন্য ধন্য করছে।
রান নিতে গিয়ে মারাত্মকভাবে আহত হওয়া এক ক্যারিবীয় ব্যাটসম্যানকে কোলে করে মাঠের বাইরে নিয়ে গেছেন কিউই ক্রিকেটাররা। তারা মাঠের বাইরে স্ট্রেচার আসার অপেক্ষা করেননি। কারণ ব্যাটসম্যানের অবস্থা খারাপ ছিল। এই দৃশ্য দেখে আবেগে ভাসছে ক্রিকেট।
ঘটনা ক্যারিবীয়দের ইনিংসের ৪৩তম ওভারের। সেঞ্চুরি থেকে ১ রান দূরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কির্ক ম্যাকেঞ্জি। তখনই দুর্ভাগ্যের শুরু হয় তার। ৯৯ রানে ম্যাকেঞ্জির পায়ের মাংসপেশিতে টান পড়ে। তখনকার মতো মাঠ ছেড়ে গেলেও দলের নবম উইকেট পতনের পর আবারও মাঠে নামেন তিনি। তবে প্রথম বলেই আউট হয়ে যান। তখন ম্যাকেঞ্জির শারিরীক পরিস্থিতি এমন ছিল যে, মাঠ ছাড়া তো দূরের কথা; তিনি দাঁড়াতেই পারছিলেন না! একা মাঠের বাইরে যাওয়ার ক্ষমতাই ছিল না তার।
এমন অবস্থায় এগিয়ে আসেন নিউজিল্যান্ড ক্রিকেটারদের দু’খেলোয়াড়। জেসে তাশকফ ও জোসেফ ফিল্ড নামের দুই তরুণ ম্যাকেঞ্জিকে কোলে করে নিয়ে যান মাঠের বাইরে। এ সময় দুই দলের ড্রেসিং রুম থেকে শুরু করে গ্যালারির দর্শকেরা কিউই ক্রিকেটারদের করতালিতে সিক্ত করেন।
এরপর টুইটারে উইন্ডিজ ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘কী অসাধারণ স্পোর্টসম্যানশিপ! এমন অসাধারণ দৃষ্টান্ত স্থাপনের জন্য নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ধন্যবাদ।’ সেইসঙ্গে ক্রিকেটবিশ্বও আরও একবার নিউজিল্যান্ড ক্রিকেটারদের প্রশংসায় মেতেছে।
দেখুন সেই ভিডিও :
বার্তা কক্ষ, ৩০ জানুয়ারি ২০২০