চাঁদপুর সদরে সফরমালী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী ২০২০ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বুধবার ২৯ জানুয়ারি সম্পন্ন হয়।বেলা ১১ টায় সকল শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও পরীক্ষার্থীদের উপস্থিতিতে মরহুম আলহাজ্ব হারুন অর রশিদ খান অডিটরিয়ামে মিলাদ ও দোয়া আয়োজন করা হয় ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফিরোজ মামুন ও মোনাজাদ পরিচালনা করেন হাফেজ আলী আক্কাছ । বেলা ১২ টায় প্রধানশিক্ষক মো.আবুল কাসেম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল গনি’র উপস্থাপনায় বিদায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষা অনুরাগী আব্দুল আজিজ খান দুদু, সহকারী প্রধানশিক্ষক হাসান আলী খান, দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ আবদুল মান্নান পাটোয়ারী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সদস্য আব্দুল মান্নান মৃধা, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো.ইসহাক খান, মোহাম্মদ শামীম হোসেন হাওলাদার ও সহকারী শিক্ষক ফিরোজ মামুন ।
আলোচনা সভা শেষে দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের এর পক্ষে পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষা সামগ্রী প্রদান করা হয়
সফরমালী উচ্চ বিদ্যালয় থেকে ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে । আগামি ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে।
করেসপন্ডেন্ট , ২৯ জানুয়ারি ২০২০