চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়ার সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আঃ ওয়াদুধ মাস্টারের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএম জহিরুল হায়াত।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আ. হান্নান মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান বেপারী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার, সাংবাদিক মোঃ কামাল হোসেন খান, সাংবাদিক এইচএম ফারুক, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেহান উদ্দিন খান প্রমুখ।
এসময় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীলা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ২৯ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur