র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল দু’মাদক ব্যবসায়ীকে ৯শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন গোবিন্দপুর চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব ১১ এর কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন কোতয়ালি থানাধীন জালুয়াপাড়ার ফারুক আহম্মেদ (২৯), দৌলতপুর গ্রামের মেহেদী হাসান ওরফে শাহীন।
এ সময় তাদের নিকট থেকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয় ও ০১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসার কথা র্যাবের কাছে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রেস বিজ্ঞপ্তি, ২৮ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur