বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাকাসস) চাঁদপুর জেলা শাখার ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে তারা চাঁদপুর জেলা প্রশাসক চত্বরে এ কর্মবিরতি পালন করেন।
বিভন্ন দাবি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে তারা এ কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি মো. নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা সাইফুল আলম, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ,সহ-সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল্লা ফয়সাল,মোঃ আলমগীর সরদার,অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।
তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করছেন বলে জানান। কর্মবিরতিতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur