চাঁদপুর ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি বাণী প্রাসঙ্গিক। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। যদি দূুর্নীতি দমন করা না যায় তাহলে সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর তথ্য গোপন করলে দূুর্নীতি বেড়ে যায়। তথ্য অধিকার আইন তথ্য অধিকার আদায়ের সনদ। এই আইন বাস্তবায়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলে একসাথে কাজ করবো।
২৭ জানুয়ারি সোমবার বিকালে ২ দিন ব্যাপি চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলাপ্রশাসক বলেন,দীর্ঘ দিনের দাবি শেষে ২০০৯ সালে এই আইন প্রনোয়ন হয়। আলোচনা সভায় অনেকের বক্তব্য শুনেছি, কেউ কেউ আশার কথা বলেছেন আবার কেউ হতাশার কথাও বলেছেন। অবাক লাগলো সরকারি অফিসে আবেদন গ্রহন করার লোক নেই একথা শুনে। এত আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এমনটি হচ্ছে। তথ্য প্রদানে বাধ্য করতে হলে নিজের মধ্যে সচেতনা বাড়াতে হবে। অনেক সময় সম্পর্ক নষ্ট হবে বলে আমরা কিছু বলি না বা বলা হয় না। আমরা চাই প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে ঠিকমত তথ্য প্রদান করা হউক।
সচেতন নাগরিক কমিটির সনাকের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো: হাবিবুল করিম, প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা তথ্য অফিসার মো: নূরুল হক, কুমিল্লা টিআইবি এর সিই হুমায়ন কবির, সনাক এর সদস্য সবিতা বিশ্বাস, ইয়েস গ্রুপ দলনেতা রত্না আক্তার প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন তথ্য মেলা উপ-কমিটির আহবায়ক ডা. পিযুষ কান্তি বড়ুয়া। আলোচনা সভা শেষে তথ্য মেলায় দূর্নীতিবিরোধী গনস্বাক্ষর বোর্ডে স্বাক্ষর করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও অতিথিবৃন্দরা তথ্য মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
আলোচনা সভার পূর্বে তথ্য মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি কেন্দ্রীয় মহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি ফিতা কেটে তথ্য মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur