চাঁদপুর সদরের স্কুল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁদপুর সদর এর মো.কামাল হোসেন এর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা যায়।
প্রাপ্ত তথ্যে জানা যায়- সততার মাধ্যমে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার লক্ষ্যে ইতিমধ্যেই একটি চিঠি প্রেরণ করেছে জাতীয় বিতর্ক উৎসব ২০২০ ।
৩০ জানুয়ারি পর্যন্ত ‘ স্কুল পর্যায়ে ’ বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিতর্কের বিষয় : ‘ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে।’
১ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ‘ উপজেলা পর্যায়ে ’ বিতর্ক অনুষ্ঠিত হবে । বিষয় : ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য।’
১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ‘ জেলা পর্যায়ে ’ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । বিষয়: ‘ অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।’
২২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ‘বিভাগীয় পর্যায়ে’ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বিষয় :‘ তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে।’
‘জাতীয় পর্যায়ে’ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে ২৮ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত । বিষয় :‘ প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।’
৭ম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা তিনজনের সমন্বয়ে গঠন করতে হবে দল। ৩০ জানুয়ারি ২০২০ উপজেলা পরিষদ,চাঁদপুরে বেলা আড়াই টায় নগদ ৪ হাজার ৫ শ টাকা প্রদান করা হবে। প্রচলিত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত সদস্য এবং প্রধান শিক্ষকের উপস্থিতিতে সম্পন্ন হতে হবে ।
প্রত্যেক তার্কিককে ২৫ নম্বরের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এর মধ্যে রয়েছে তথ্য ও তত্ত্ব উপস্থাপনা ৯ নম্বর,যুক্তি প্রয়োগ ও খন্ডন ৬ নম্বর, উপস্থাপনা ও বাচনভঙ্গি ৫ নম্বর এবং সময় ব্যবস্থাপনা ও উচ্চারণ ৫ নম্বর ।
এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় কমপক্ষে পাঁচটি ছবি সংরক্ষণ করতে হবে যা পরবর্তী নির্দেশনা মোতাবেক প্রদান করতে হবে ।
আবদুল গনি , ২৬ জানিুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur