তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পে আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ।
গত ২৪ জানুয়ারি তুরস্কের ইলাজিগের সিভরাইস জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই কম্পনে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।
ভূমিকম্পের আঘাতে এলাজিগ প্রদেশের সিভরিস শহরে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের সময় প্রতিবেশী দেশ সিরিয়া, লেবানন ও ইরানেও তীব্র কম্পন অনুভূত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের পর ৬০ বার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।
এলাজিগের গভর্নর জানিয়েছেন, সেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিবেশী মালাতিয়ার গভর্নর ওই এলাকায় ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরস্কে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সে বছর দেশের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে ভূমিকম্পের আঘাতে প্রায় ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প
বার্তা কক্ষ, ২৬ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur