Home / চাঁদপুর / চাঁদপুরে হিজড়া সম্প্রদায়ের উন্নয়নে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন
চাঁদপুরে হিজড়া সম্প্রদায়ের

চাঁদপুরে হিজড়া সম্প্রদায়ের উন্নয়নে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুরে হিজড়া সম্প্রদায়ের বহুমুখী সেলাই মেশিন প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়ছে। ১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের ১৩ ওয়ার্ডের খলিশাডুলিতে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন ও পরিদর্শন করেন চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী।

তিনি বলেন তৃতীয় লিঙ্গের মানুষদের জন্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন। চাঁদপুরের সরকারের পক্ষ থেকে তাদের সহযোগীতা করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী পৌরসভা নির্বাচনে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে পূর্বের ন্যায় আপনাদের জন্য আমার সহযোগিতা করবো।

এ সময় পৌর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সমাজসেবা অধিদপ্তর এবং রিথিংক বাংলাদেশের যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিভাগে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের জন্য ৮ বিভাগে বহুমুখী প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে।

এই প্রকল্পের আওতায় গার্মেন্টস বিউটিশিয়ান, জুতা তৈরি, পরিচ্ছন্ন কর্মী এবং নিরাপত্তা প্রহরী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের জন্য তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের চাঁদপুরের নেত্রী মৌসুমী দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এ কার্যক্রম চলমান থাকবে।