সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন‘কচুয়ার মানুষের কল্যানে কাজ করাই আমার লক্ষ্য। এ লক্ষ্যে কচুয়ার যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত কাজসহ বিভিন্ন ক্ষেত্রে নজরে পড়ার মতো উন্নয়ন করেছি। জীবনের বাকী সময়টুকু কচুয়ার সাধারন মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই।
১৭ জানুয়ারি শুক্রবার বিকালে কচুয়া উপজেলা পূর্ব কালচোঁ জিএ দাখিল মাদ্রাসা সংলগ্ন খালের উপর নতুৃন সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অপরদিকে কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নতুন সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় আজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, সাধারন সম্পাদক ওমর ফারুক, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অফিসার্স এসোসিশেয়নের তথ্য ও গবেষনা সম্পাদক মো: জামাল হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জিসান আহমেদ নান্নু