বৃহস্পতিবার বঙ্গবন্ধু বিপিএলের বিশেষ ট্রফি উন্মোচন করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ও রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল এই ট্রফি সবার সামনে নিয়ে আসেন।
আয়োজকদের পরিকল্পনা ছিল ফাইনালে ওঠা দুই অধিনায়ককে নিয়ে ট্রফিটা উন্মোচন করার। অবশেষে সেটাই হয়েছে। আর আজ শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
মাঠে নামবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়ালস। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। বাংলাদেশে সরাসরি গাজী টিভি ও মাছরাঙায় দেখা যাবে।
চাঁদপুর টাইমস রিপোট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur