চাঁদপুরের শাহরাস্তিতে তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার চিতোষী পশ্চিম ইউনিয়নের হাঁড়িয়া গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী তাজুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আহসান মাসুদ পাটোয়ারী নিজ বাড়িতে এলাকর দুস্ত ও অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এছাড়া হাঁঁড়িয়া ফাতেমা ইসলাম তালিমুল কোরআন নূরানী ও হিফজ মাদ্রাসা, আহসান মাসুদ পাটোয়ারীর পিতা মরহুম তাজুল ইসলাম পাটোয়ারী সাহেবের নামে প্রতিষ্ঠিত তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে ৬শত কম্বল বিতরণ করেন।
আয়োজক জানান গ্রামের যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং চালু করা হয়েছে।
এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলমসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
বার্তা কক্ষ, ১৬ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur