কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল। ১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে লঞ্চ, ফেরি ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে বুধবার ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ ছিল ঘন কুয়াশার কারণে।
কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, গত রাত ৯টার দিকে কুয়াশার তীব্রতার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। কুয়াশা কমে গেলে সকাল ১০টার দিকে ফেরিগুলো গন্তব্যে পৌঁছায়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।’
আরো দেখুন-ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
বার্তা কক্ষ, ১৫ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur