চাঁদপুর কচুয়ায় সৎ মাকে হত্যার ঘটনায় মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিলুছুর রহমান তাকে খিলমেহের গ্রাম থেকে গ্রেফতার করে চাঁদপুর জেল হাজতে প্রেরন করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার খিলমেহের গ্রামের আমিনুল ইসলামের দ্বিতীয় স্ত্রী লাকী বেগম কে প্রায় ২০বছর পূর্বে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করে। মামলা নং-৩৯/২০০০। মামলার পর টানা ২০ বছর আসামী মামুনুর রশিদ পলাতক ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur