ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় ফুলের দেখা মিলেছে। বৃহদাকৃতির লাল রঙের সাদা ছোপ ছোপ দাগযুক্ত ফুলটির নাম রাফলেসিয়া তুয়ান-মুদাই। এটি রাফলেসিয়া পরিবারভুক্ত একটি ফুল। সম্প্রতি ফোটা এ ফুলটির আকার সাড়ে ৩ ফুট। কয়েক বছর আগে একই জাতের ফুলের দেখা মিলেছিল ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার জঙ্গলে। সে ফুলটির আকার ছিল সোয়া ৩ ফুট। এএফপি।
ইন্দোনেশিয়ার কনজারভেশনিস্টরা জানান, এখন পর্যন্ত নজরে আসা সব রাফলেসিয়া গোত্রের মধ্যে এটিই সবচেয়ে বড়। এটি সপ্তাহ ধরে সতেজ থাকে, এরপরই শুকিয়ে নষ্ট হয়ে যায়।
প্রয়াত ব্রিটিশ নাগরিক স্যার স্টামফোর্ড রাফলেসের নামানুসারে এ ফুলের নাম রাফলেসিয়া রাখা হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোয় এ জাতের ফুলের দেখা মেলে। এর আগে ফিলিপাইনে প্রায় ৩ ফুট আকৃতির রাফলেসিয়া ফুলের দেখা মিলেছিল।
বার্তা কক্ষ,৫ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur