আগামী ১৭ মার্চ ২০২০ ইং, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেক জেলা শহরে স্থাপন করা হয়েছে মুজিব বর্ষের সময় গণনা ঘড়ি।
২ জানুয়ারি ওই ঘড়িতে দেখা যায় আগামী ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মদিনের ৭৪ দিন সময় বাকি রয়েছে। এই ৭৪ দিনের সময় সীমা, দিনের সংখ্যাগুলো উপর থেকে এক, এক করে নিচে নেমে আসবে। অর্থাৎ ৭৪ থেকে ৭৩, ৭২, ৭১ এভাবে পর্যায়ক্রমে সময় গননার ঘড়ির হিসেব সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। আর সেদিনই সারাদেশে এক যোগে পালিত হবে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। তেমনিই একটি সময় গননার ঘড়ি
আর এ ঘড়ি স্থাপন করা হয়েছে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে লেকের পাড়ে।
জানাযায় গত ১ জানুয়ারি থেকে সময় গননার ঘড়িটি এখানে স্থাপন করা হয়েছে। চাঁদপুর মডেল থানা পুলিশ সদস্যরা প্রতিদিন বিভিন্ন শিপটে এই সময় ঘড়িটির রক্ষনাবেক্ষণ ও পাহারায় রয়েছে।
ছবি ও প্রতিবেদন কবির হোসেন মিজি, ৩ জানুয়ারি ২০১৯