নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং ফুসকা তৈরিতে নিম্মমানের আটা ও তেল ব্যবহারের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে চাঁদপুর শহরের ট্রাকরোড দারুস সালাম মসজিদের সামনে মা বাবার দোয়া ফুসকা তৈরির খারখানায় জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নিবার্হী মেজিস্ট্রেট ছামিউল মাসুস ও জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম বলেন, বাবার দোয়া ফুসকা তৈরির কারখানায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া খুব দ্রুত মার্কেটিং লাইসেন্স গ্রহন ও কারখানার পরিবেশ উন্নত করার লক্ষে সতর্ক করা হয়।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৩০ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur