চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই অভিযোগে বাকি ২২ জনকে সতর্ক করে অব্যাহতি দেয়া হয়েছে।
ডেভিড বার্গম্যানকে শাস্তি দেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ায় তাকে এ দণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। জরিমানা না দিলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। তবে ১ঘন্টার এ সাজা তাকে ট্রাইব্যুনালের ডকে ১২ টা ৪৯ মিনিট থেকে ১টা ৪৯ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থেকে ভোগ করতে হবে। যদিও তিনি প্রথম অবস্থায় ডকে যেতে রাজি হননি। পরে তার সাথে উপস্থিত অন্যরা তাকে অনেক অনুরোধের পর তিনি ১২ টা ৪৯ মিনিটে ডকে উঠেন।
অন্যরা হলেন : আনু মুহাম্মদ, শিরিন হক, আলী আহম্মেদ জিয়া উদ্দিন, সিআর আবরার, লুবনা মারিয়াম, মুক সাথী, তিত্রা আলী, দেলোয়ার খোকন, মাসুদ খান, জিয়াউর রহমান, জরিনা নাহার কবির, ফরিদা আক্তার, বিনা ডি কস্ট্রা, আফসান চৌধুরী, রেহনুমা আহমেদ, শহীদুল আলম, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, আনুশে আনাদিল, হানা শামস আহমেদ ও লিছা গাজী।
প্রসঙ্গত, ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ডের আদেশও দেয়া হয়। এরপর তার সাজার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন এসব বিশিষ্ট নাগরিক।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur