৮ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে কুমিল্লা হয়ে ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রুটে।
শশীদল রেল স্টেশন সূত্র জানায় চাকা লাইন চ্যুত ট্রেনের উদ্ধার কাজ শেষ হলে সকাল পৌণে দশটার সময় ঢাকা অভিমুখী মহানগর গোধূলির ট্রেনটি শশীদল অতিক্রম করে যায়।
এর আগে রাত পৌনে ২টার সময় নোয়াখালী হতে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী একটি ট্রেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির একটি বগির চাকা লাইন চ্যুত হয়। এতে ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।
ঊর্ধ্বতন উপ- সরকারি প্রকৌশলী /পদ কুমিল্লা, লিয়াকত আলী জানান, শশীদলে ট্রেন লাইন চ্যুতির ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মহানগর গোধূলি ট্রেনটি কুমিল্লায় আটকে ছিলো।
লাকসাম জংশন ও আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনা স্থলে উদ্ধার কাজ শুরু করে। সকাল পৌণে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৯ ডিসেম্বর ২০১৯।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur