ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলন শুক্রবার ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন চত্বরে সংগঠনটির ৩৪তম এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।
সম্মেলনে সুপ্রিমকোর্টের বিচারপতি, জেলা জজ ও বিভিন্ন পদমর্যাদার জজ, আইনজীবীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।(বাসস)
বার্তা কক্ষ , ২৬ ডিসেম্বর, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur