Home / চাঁদপুর / চাঁদপুরে বিটাক সহকারী পরিচালক শরীফ পাটোয়ারীর কর্ম জীবনের শেষ দিন আজ
বিটাক

চাঁদপুরে বিটাক সহকারী পরিচালক শরীফ পাটোয়ারীর কর্ম জীবনের শেষ দিন আজ

চাঁদপুরে বাংলাদেশ কুটির শিল্প ও কারিগরি সহাযতা সংস্থা বিটাকের সহকারী পরিচালক শরীফ পাটোয়ারীর কর্ম জীবনের শেষ দিন আজ বৃহস্পতিবার । তিনি চাঁদপুরের কর্মজবিন আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সফলভাবে সমআপ্ত করেন।

তিনি শিক্ষাজীবন শেষ করে হাজার ১৯৮১ সালে সর্বপ্রথম একজন অফিস সহকারী হিসেবে ঢাকায় হেড অফিসে যোগদান করেন । পরবর্তীতে তিনি সরকারি এ কাজের দক্ষতা,সততা ও দায়িত্ব পালনে একাগ্রতার কারণে পর্যাযক্রমে উচ্চমান সহকারী,সুপারিন্ডন্টেন ও পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।

পরে তিনি সর্বশেষ সহকারী পরিচালক (প্রশাসন) হিসাবে পদোন্নতি পেয়ে চাঁদপুরের কার্যালয় দায়িত্ব পালন করেন । তিনি আজ থেকে পিআরএলে আছেন ।

শরীফ পাটওয়ারী ঢাকায় ১২ বছর,চট্টগ্রামে ত৩ বছর এবং চাঁদপুর ২৩ বছর দায়িত্ব পালন করেন । দীর্গ কর্ম জীবনের চাঁদপুরের শেষ দিন ছিল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর। এ কর্মজীবনে তিনি বিভিন্ন পদে থেকে এর দায়িত্ব পালনে করেন।

চাঁদপুর সদরের মৈশাদী এক মুসলিম সম্ভ্রান্ত পাটোয়ারী পরিবারে জন্মগ্রহণ করেন । শিক্ষাজীবনে তিনি একজন মেধাবী ও কর্ম জীবনে দক্ষ প্রশাসক ছিলেন।

করেসপন্ডেন্ট,২৬ ডিসেম্বর ২০১৯