চাঁদপুর শহরে অপরিস্কার ও বাসী খাবার মজুদ রাখায় ২টি হোটেল, উশৃঙ্খলভাবে গাড়ি চালানো ও অবৈধভাবে দখলকৃত ফুটপাত মুক্ত করতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত)।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের হাজী মহসীন রোড, নতুন বাজার, জোড় পুকুর পাড়, রেলওয়ে ফ্লাটফর্ম, কালীবাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যজিস্ট্রেট নারায়ন চন্দ্র ও মাহবুবুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, শহরের হাজী মহসীন রোডের রুচি হোটেল ও শাহি হোটেল এন্ড রেস্টুরেন্ট অপরিস্কার ও বাসী খাবার মজুদ রাখায় ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করে উভয়কে সর্তক করে দেয়।
এছাড়া উশৃঙ্খলভাবে মোটর সাইকেল চালানোর অপরাধে ২ যুবককে ৪শ’ টাকা ও ফুটপাত দখল করে রাখার অপরাধে ৯শ টাকাসহ মোট ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট,
২৯ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur