Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
fire

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুর ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে চাই হয়ে গেছে। ১১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

সরেজমিনে জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলা সদরে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন পূর্ব কাছিয়াড়া গ্রামের মো. ছেরাগ আলীর ছেলে দুলাল হোসেনের মুদি ও ভ্যারাইটিজ ষ্টোরে ও ওয়ারিশ খাঁন’র ছেলে আরিফ হোসেনের চা ও ভ্যারাইটিজ ষ্টোরে অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

পাশ্ববর্তী লোকজন আগুনের টের পেয়ে ডাক চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। পরবর্তিতে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান দুলাল’র ব্যবসা প্রতিষ্ঠানে ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আরিফের প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারনা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনা রাতেই ফরিদগঞ্জ থানার পুলিশ ঘঁনাস্তর পরিদর্শন করেন।

প্রতিবেদক:মো.শিমুল হাছান