বাংলাদেশের মতো ভারতেও চলছে পেঁয়াজ নিয়ে লংকাকাণ্ড। বেশিরভাগ রাজ্যেই পেঁয়াজের জন্য হাহাকার। ১০০ থেকে ২৫০’ রুপিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ কারণে এই সবজিটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। (খবর যুগান্তর)
গ্রাহক টানতে শাড়ির সঙ্গে পেঁয়াজ ফ্রি দিচ্ছেন বিক্রেতারা। মহারাষ্ট্রের একটি ফ্যাশন হাউস ক্রেতাদের এমন অফার দিয়েছে। একটি শাড়ি কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দিচ্ছে ওই প্রতিষ্ঠান। এ কারণে বিক্রি বেড়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের থানে জেলায় শীতল হ্যান্ডলুমস নামে একটি শোরুমে চলছে এই অফার। সেখানে মাত্র এক হাজার রুপি (বাংলাদেশি টাকায় ১২০০ টাকা প্রায়) সমমানের শাড়ি কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দেয়া হচ্ছে।
শীতল হ্যান্ডলুমসের এক কর্মকর্তা বলেন, মহারাষ্ট্রে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ রুপি কেজিতে। এ কারণে আমরা ১২ টাকার একটি শাড়ি কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দিচ্ছি। এই সুযোগ পেয়ে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে বলেও জানান ওই কর্মী।
বার্তা কক্ষ,১৪ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur