চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বোগদাদ পরিবহনের একটি বাস চাপায় বৃদ্ধ আলী মিয়া (৭০) নিহত হয়েছে। শনিবার(১৪ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ পৌর ধেররা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বোগদাদ বাসটি জব্দ করেছে।
নিহত বৃদ্ধ হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের নওহাটা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ধেররা এলাকায় নাতনীর বাড়ীতে আলী মিয়া। জরুরী কাজ থাকা সে একা একা গ্রামের বাড়ীতে রওয়ানা হয়। সড়ক পার হতে গিয়ে ধেররা এলাকায় বোগদাদ বাসের চাপায় গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ও হেলফার পলাতক। বাসটি জব্দ করা হয়েছে।
প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur