চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র দীর্ঘায়ু এবং স্বামী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় বাসস্ট্যান্ড গোর-এ গরীবা কমপ্লেক্স এ রোববার বাদ আসর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানজির রেজা রনির উদ্যোগে উক্ত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃজাহিদুল ইসলাম রোমান,সদর থানা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন,জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজ,জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী এবং জেলা ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড গোর-এ গরীবা কমপ্লেক্স এর খতিব আব্দুর রশিদ।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur