রোববার ০৭ জুন ২০১৫ : ১০:১৫ অপরাহ্ন
চাঁদপুর টাইমস, কচুয়া :
চাঁদপুর জেলার কচুয়ায় সিরাজুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমনের কার্যালয়ে এ রায় প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার উজানী গ্রামের মৃত আফাজউদ্দীনের পুত্র সিরাজুল ইসলামকে রোববার দুপুরে মাদক বিরোধী অভিযানে কচুয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. সাদেকুর রহমান ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেয়।
পরে সিরাজুল ইসলামের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী দোষী প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের ৯-এর (১) ধারার অপরাধে ও ১৯’র (১)৭-এর ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম মাইন উদ্দীন, এসআই মো. সাদেকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য শাহজালাল ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur