চট্টগ্রামের বিভাগের বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি এ পরিদর্শনে যান। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন। একই সাথে তিনি মতলবে ছাদ ধসে পড়ে আহত মাদ্রাসা ছাত্রদের খোঁজ খবর নিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শওকত ওসমান,চাঁদপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কার্নিজ ফাতেমা,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.মো.আনোয়ারুল আজিম, সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত উল্ল্যাহ, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো.সুজাউদৌলা রুবেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও হাসপাতালের নার্স এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কবির হোসেন মিজি, ২৫ নভেম্বর ২০১৯
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur