চাঁদপুরে ২০২০ শিক্ষাবর্ষে ১৪ লাখ ৭৬ হাজার ২শ’ ৩৭ কপি বই বরাদ্দ চাওয়া হয়েছে যা ৮০% চাঁদপুর জেলার স্ব স্ব উপজেলার সংরক্ষিত গুদামে বা বই সংরক্ষণাগারে এসে পৌঁছেছে।
বুধবার ২০ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলার ১ হাজার ১শ’ ১১টি সরকারি প্রাথমিক ও ৫শ’ ৪৫টি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানের ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ওই বই বরাদ্দ চাওয়া হয়েছে। এতে জেলায় বার্ষিক প্রতি উপজেলায় স্ব স্ব ক্যাচম্যান এলাকার সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক জরিপের ভিত্তিতে সম্ভাব্য শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৩ শ’ ৬৯ জন।
বরাদ্দ চাওয়া বইয়ের চাহিদা মতে প্রথম শ্রেণির ১ লাখ ৯৪ হাজার ৭ শ’ ৮৭ কপি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ৯২ হাজার ১ শ’ ৯২ কপি, তৃতীয় শ্রেণির ৩ লাখ ৭৩ হাজার ৩ শ’ ৮০ কপি, চতূর্থ শ্রেণির ৩ লাখ ৬৭ হাজার ৭ শ’ ৪৬ কপি এবং পঞ্চম শ্রেণির ৩ লাখ ৪৮ হাজার ১শ’ ৮২ কপি বই।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন জানায় , প্রধানমন্ত্রী জাতীয়ভাবে বই প্রদান কর্মসূচির উদ্বোধন করার পর সারা দেশের প্রতিটি স্কুলে বই উৎসব পালন করা হবে।
সকল উপজেলায় বই এরই মধ্যে এসে পৌঁছেছে। ২৫ ডিসেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানে বই পৌছানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ২৩ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur