চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ এক দপ্তরী কাম নৈশ্য প্রহরীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার ইংরেজি পরীক্ষার প্রথম দিনে ওই কেন্দ্রে ইব্রাহীম হোসেন (৩০) নামের দপ্তরী শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে নকল সরবরাহের চেষ্টাকালে তাকে পুলিশ আটক করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ১১ ধারায় তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। ইব্রাহীম হোসেন বজরীখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাম দপ্তরী পদে কর্মরত আছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া। ১৮ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur