ফরিদঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে উপজেলার উত্তর পাইকপাড়া ইউনিয়নের সর্দার বাড়িতে মমতাজ বেগমের একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ নভেম্বর শুক্রবার ভোর রাতে সর্দার বাড়ির মমতাজ বেগমের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মমতাজ বেগমের ছেলে মো. মোস্তাফিজ জানান, বৃহষ্পতিবার রাত্রে আমি আমাদের পুরান বাড়িতে ঘুমিয়েছিলাম। গভীর রাতে আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে ও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য মো.ইউছুফ ও নজরুল ইসলাম জানান,বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মো.শিমুল হাছান.১৬ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur