চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ইব্রাহিম রনি। তিনি চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৯ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
গত ১২ নভেম্বর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী নিয়োগপত্র তুলে দেন পদোন্নতি পাওয়া ভারপ্রাপ্ত সম্পাদকের হাতে। নিয়োগপত্র পাওয়ার পর ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আগামী দিনে পেশাগত দায়িত্ব পালনে প্রশাসন, জনপ্রতিনিধি, সকল সাংবাদিকসহ সকলের আশির্বাদ, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
নিয়োগপত্রে সম্পাদক ও প্রকাশক উল্লেখ করেন, ‘পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ যাবত নিরলসভাবে আপনি বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পত্রিকার দশম বর্ষে পা রাখার এই মাহেন্দ্রক্ষণে আপনাকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ করে আমি নিজেও আনন্দিত। আপনার শ্রম, নিরলস প্রচেষ্টা এবং পত্রিকার প্রতি মমত্ববোধে আপনি ছিলেন ও আছেন অবিচল। সে জন্য চাঁদপুর প্রতিদিন পরিবার আপনার কাছে কৃতজ্ঞ। আশা করি, এই পদমর্যাদায় উন্নীত হয়ে আপনি আপনার যথাযথ দায়িত্ব পালন করবেন।’
সাংবাদিক ইব্রাহিম রনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স, মাস্টার্স এবং এলএলবি সম্পন্ন করেন। তিনি বর্তমানে চাদপুর প্রতিদিন ছাড়াও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি, জনপ্রিয় ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউন ও দেশের শীর্ষ অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন-এর জেলা প্রতিনিধি হিসেবে গত বেশ কয়েক বছর কর্মরত আছেন। এর আগে তিনি স্থানীয় ও জাতীয়সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেছেন।
এছাড়া তিনি চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান পরিষদের তথ্য প্রযুক্তি সম্পাদক, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে চাদপুর প্রতিদিনের বার্তা সম্পাদক থেকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারীর প্রতি। তিনি বলেন, শ্রদ্ধেয় ইকবাল ভাই অনেক কষ্ট করে হলেও সততা ও নিষ্ঠার সাথে পত্রিকা পরিচালনা করে যাচ্ছেন। মূলত তার দক্ষ নেতৃত্বেই চাঁদপুর প্রতিদিন এগিয়ে যাচ্ছে।
বিগত ৯ বছর তার সঙ্গে কাজ করে নিজেও সমৃদ্ধ হয়েছি। ভারপ্রাপ্ত সম্পাদকের মতো গুরু দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে আগামী দিনেও তার সান্যিধ্যে থেকে আরও সমৃদ্ধ হবো বলে বিশ্বাস করি। সেই সাথে কৃতজ্ঞতা জানাই, চাঁদপুর প্রতিদিনের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, বিলিকারক ও শুভানুধ্যায়ীর প্রতি। যারা এ পত্রিকাটিকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন, বিজ্ঞাপন দিয়েছেন এবং বিভিন্ন সময় পত্রিকার মানোন্নয়নে পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, চাঁদপুর প্রতিদিনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা শহরে কর্মরত সাংবাদিকবৃন্দ, সকল উপজেলায় কর্মরত প্রতিনিধিবৃন্দ বিগত দিনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে পত্রিকার সার্বিক উন্নয়নে আরও সক্রিয় সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। আমি মনে করি, আমরা সবাই একটি পরিবারের সদস্য। কাজেই সবার সার্বিক সহযোগিতা ছাড়া এখানে ভাল কিছু করা প্রায় অসম্ভব।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur