Home / চাঁদপুর / একনজরে উপজেলা ভিত্তিক চাঁদপুর জেলার মোট জনসংখ্যা
Janzot-chandpur
চাঁদপুরে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনও। চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক থেকে তোলা জানজট।

একনজরে উপজেলা ভিত্তিক চাঁদপুর জেলার মোট জনসংখ্যা

চাঁদপুর জেলায় সর্বমোট জনসংখ্যা ২৮ লাখ ৬১ হাজার ৮,শ ৮৫ জন। প্রতি বছরই জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে জানা গেছে। আমরা সাধারণত বাংলাদেশের সর্বমোট জনসংখ্যা কত তার হিসাব কমবেশি সবাই মনে রাখার চেষ্টা করে থাকি।

কিন্তু চাঁদপুর জেলা পর্যায়ে সর্বমোট কতজন জনসংখ্যা রয়েছে তার হিসেব নিয়ে নানা তথ্য থাকলে সর্বশেষ হালনাগাদ তথ্য পেয়েছে চাঁদপুর টাইমস।

তাই ২০১৯ সাল পর্যন্ত জরিপ করে দেখা গেছে চলতি বছর পর্যন্ত চাঁদপুরে সর্বমোট ২৮ লাখ ৬১ হাজার ৮,শ ৮৫ জন জনসংখ্যা রয়েছে। এরমধ্যে পুরুষ ১৪ লাখ ৫২ হাজার ১,শ ৩৭ জন এবং নারী জনসংখ্যা ১৪ লাখ ৯ হাজার ৭,শ ৪৮ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই শাখার মাইক্রোপ্ল্যানিং তথ্য সূত্রে জানাযায়, ২০১৯ সাল পর্যন্ত চাঁদপুরে মোট জনসংখ্যা দাড়িয়েছে ২৮ লাখ ৬১ হাজার ৮,শ ৮৫ জন।

এরমধ্যে ১৪ লাখ ৩৪ হাজার ১,শ ১৯ জন পুরুষ এবং ১৩ লাখ ৯৫ হাজার ৯,শ ২১ জন নারী জনসংখ্যা রয়েছে। এইসব জনসংখ্যার মধ্যে চাঁদপুর সদর উপজেলায় মোট জনসংখ্যা হচ্ছে ৩ লাখ ৯৪ হাজার ৫,শ ৭০ জন। এখানে নারী জনসংখ্যা রয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬,শ ৬৫ জন, পুরুষ রয়েছে ১ লাখ ৯৬ হাজার ৯,শ ১৫ জন।

আর বাকি জনসংখ্যা চাঁদপুরের বিভিন্ন উপজেলার। তারমধ্যে রয়েছে ফরিদগঞ্জ উপজেলায় মোট জনসংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ১,শ ৯৬ জন, পুরুষ ২ লাখ ৫৩ হাজার ২, শ ৮১, নারী ২ লাখ ৪২ হাজার ৯,শ ১৫ জন।

হাইমচর উপজেলায় মোট জনসংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭ ,শ ৫২ জন। পুরুষ ৬৫ হাজার ১,শ ৭৭ জন।

হাজীগঞ্জ উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৪,শ ৮২ জন। পুরুষ ১ লাখ ৫৯ হাজার ৮,শ ১৫, নারী ১ লাখ ৫৩ হাজার ৬,শ ৬৭ জন।

কচুয়া উপজেলায় মোট জনসংখ্যা ৪ লাখ ৬০ হাজার ২,শ ৮ জন। পুরুষ ২ লাখ ৩৭ হাজার ৩ ,শ ১২, নারী ২ লাখ ২২ হাজার ৮,শ ৯৬ জন।

মতলব দক্ষিণ উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ৫২ হাজার ৩,শ ২৭ জন,। পুরুষ ১ লাখ ২৮ হাজার ৯,শ ১০, নারী ১লাখ ২৭ হাজার ৪,শ ১৭ জন।মতলব উত্তর উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৫,শ ১ জন। পুরুষ ১ লাখ ৮১ হাজার ৭,শ ১, নারী ১ লাখ ৬২ হাজার ৮,শ জন।

এবং শাহরাস্তি উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৭ ,শ ৭১ জন। পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৭ ,শ ৬২, নারী ১ লাখ ৪৭ হাজার ৯,শ জন। এছাড়া চাঁদপুর পৌরসভার সাবেক ৫ টি ওয়ার্ডের জরিপ মতে মোট জনসংখ্যা ১ লাখ ৩ হাজার ২,শ ৯০ জন। পুরুষ ৫২ হাজার ৫,শ ২০ জন এবং নারী ৫০ হাজার ৭,শ ৭০ জন।

হাজীগঞ্জ পৌরসভায় মোট জনসংখ্যা ৮৯ হাজার ৭,শ ৮৮ জন। এরমধ্যে পুরুষ ৩৯ হাজার ৭,শ ৪৪ জন এবং নারী ৪০ হাজার ৪৪ জন। সব মিলিয়ে চাঁদপুর জেলায় মোট জনসংখ্যা ২৮ লাখ ৬১ হাজার ৮,শ ৮৫ জন।

চাঁদপুর টাইমসকে এই তথ্য জানিয়েছেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই শাখার সুপারিনটেনডেন্ট মোঃ আলমগীর হোসেন।

তিনি জানান, ২০১৮ সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসের জরিপ করে পরবর্তী বছরের মাইক্রোপ্ল্যানিং নির্ধারণ করা হয়। সে হিসেব মতে ২০১৯ সাল পর্যন্ত চাঁদপুরে মোট জনসংখ্যা ২৮ লাখ ৬১ হাজার ৮,শ ৮৫ জন। জরিপ মতে প্রতি বছরই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তবে প্রতি বছরে কোনো উপজেলায় পুরুষের সংখ্যা আবার কোনো উপজেলায় নারী জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ১৫ নভেম্বর ২০১৯