Home / চাঁদপুর / চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় মাইক্রো ও নগদ অর্থসহ আটক ১
micro

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় মাইক্রো ও নগদ অর্থসহ আটক ১

চাঁদপুরে শাহ সিমেন্টের এজেন্ট ফারুক আহমেদ মৃধার ১১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই হওয়ার ঘটনায় এক জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। ছিনতাই হওয়া ৮৩ হাজার টাকাসহ একটি সাদা রং এর মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ- ৫১-৮০৩২) উদ্ধার করা হয়।

চাঁদপুর মডেল থানার এসআই বিপ্লব নাহা সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার ৬ নভেম্বর নারায়ণগঞ্জ ফতুল্লা চানমারি মাইক্রো স্ট্যান্ড এলাকায় আলামিন নগর থেকে আসামি রিপন হাওলাদারের বসতঘর থেকে ছিনতাই হওয়া টাকাসহ উদ্ধার করে।

বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকেলে চাঁদপুর মডেল থানার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওসি নাসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ১০ অক্টোবর বিকেলে ফারুক মৃধার সহকারী ম্যানেজার শাহাজালাল রিপন বাস স্ট্যান্ড সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা উঠায়। পরে চাঁদপুর শহরের সরকারি কলেজ সংলগ্ন এলাকায় থেকে টাকা ছিনতাই হয়।

এ ঘটনায় পুলিশ সহকারী ম্যানেজার শাহাজালালকে আটক করে। এ ঘটনায় ফারুক মৃধা বাদী হয়ে ১৫ অক্টোবর চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং-৩৭। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিপ্লব নাহা শহরের বিপনীবাগ এলাকার বিভিন্ন সিসি টিভির ফুটেজের মাধ্যমে ছিনতাই কাজে ব্যবহ্নত সাদা রং মাইক্রোবাসটি সনাক্ত করে।

পরে রিপন হাওলাদারকে নারায়ণগঞ্জ থেকে লুণ্ঠিত হওয়া তার ভাগের ৮৩ হাজার টাকাসহ মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। আটক রিপন হাওলাদার পটুয়াখালী জেলার দুমকি থানার উত্তর মুরাদিয়া গ্রামের আজাহার হাওলাদারের ছেলে। আটক রিপন হাওলাদার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছেন ও তার সাথে যারা জড়িত রয়েছেন তাদের নাম পুলিশকে জানিয়েছেন।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানায়,ব্যবসায়ী ফারুক মৃধার টাকা ছিনতাই হওয়ার ঘটনায় ৮৩ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনার সাথে অন্য যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাজহারুল ইসলাম অনিক, নভেম্বর ৭ , ২০১৯