Home / চাঁদপুর / চাঁদপুর মর্ডান শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মিলাদ
modern-child-academy-chandpur

চাঁদপুর মর্ডান শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মিলাদ

চাঁদপুর ব্যাংককলোনি মর্ডান শিশু একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সমাপনী পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর শনিবার বিকেলে একাডেমির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, ‘একটি ছোট শিশু হচ্ছে কাদামাটির মত। কোমলমতি বাচ্চাদের মধ্যে নৈতিকতা শিক্ষা অর্জন করাতে হবে। মায়েরা বাচ্চাদের সৎ মানুষের গল্প শোনাতে হবে। আপনারা সন্তানের ফলাফলের মধ্যে বেশি নজর না দিয়ে তার আদর্শের মধ্যে গুরুত্ব দিন। তাদের নবীজির আদর্শ কথা শোনাবেন। এই ছোট সময়ে যে শিক্ষা দিবেন সেটাই তার ভবিষ্যতে প্রবাহিত হবে। মায়েরা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। শিশুদের সামনে ভালো আচরণ করুন। তাহলে তারা সেটাই শিখবে। শিশুদের সার্থে আমাদের খারাপ দিক গুলো আড়াল করতে হবে। তাদের সামনে আমাদের ভাল গুলি উপস্থাপন করলে তারা ভালটাই শিখবে ‘

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার (সহকারী) মানসুর আহমেদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক সালাউদ্দিন আহমেদ জিন্নাহ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) আব্দুল আজিজ শিশির, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক এম এ খালেক, আলহাজ্ব মনিরুল ইসলাম মিয়াজী, জেলা বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি সামীম আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক।

একাডেমির ২০১৯ সালে ২৩জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।

এ বছর একাডেমির ১০৭জন কৃত শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদ ও নগদ টাকা প্রধান করা হয়।

মডার্ন শিশু একাডেমির ছাত্র ফারহান মাহমুদ নেহালের সভাপতিত্বে এবং মুশফিকা ইরা ও মাশরুফার সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফাতেমা আক্তার।

এসময় একাডেমির শিক্ষক, ছাত্র-ছাত্রীও এলাকায় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : আনোয়ারুল হক, ২ নভেম্বর ২০১৯