দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে জাতীয় যুব দিবস শুক্রবার সকাল ১০টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
জেলা যুব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল আমিন।
এ সময় তিনি বলেন,‘সবাইকে যুব দিবসের শুভেচ্ছা। বঙ্গুবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না,আমি সচিব হতে পারতাম না। এদেশের আন্দোলনের ’৬২,’৬৬, ’৬৯ ও ’৭১ সালসহ সকল ক্ষেত্রে যুবকের ভূমিকা রয়েছে। আমাদের শ্রম শক্তি বাড়ছে। আয়তনের দিক থেকে বাংলাদেশ ৯৪তম। আমরা এখন সর্ব দিকে স্বয়ংসম্পূর্ণে।র দিকে এগিয়ে যাচ্ছি । ইলিশ রপ্তানি দিয়ে আমরা সারা বিশ্বে আজ প্রথম,গার্মেস্টস শিল্পে দিয়ে আমরা দ্বিতীয়,সবজি উৎপাদনে আমরা তৃতীয় ও ধান উৎপাদনে আমরা চতুর্থ।’
তিনি আরো বলেন, ‘বিশ্বের সব রেকর্ড বাংলাদেশে। বিদেশীরা এখন আমাদের দেশের উন্নয়ন নিয়ে আমাদের প্ল্যান জানতে চায়। আমাদের ডেল্টা প্ল্যান হয়েছে। দেশকে এগিয়ে নিতে এ প্ল্যান অনুযায়ী কাজ করছে সকল দপ্তরগুলো। নিজের জীবন নিজের গড়তে হবে। আমি আমার স্বপ্ন নিয়ে আজ এ অবস্থানে এসেছি। বিনা স্বপ্নে কিছু করা যাবে না। প্রশিক্ষণ নিয়ে স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্ন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। শুধু ঘরের বউ নয়। নারীদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। যুবকদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হচ্ছে। বাংলাদেশের মতো এতো ভাতা কোথাও নেই। আমরা কিছু দূর্নীতি বাজদের কারনে বদনাম কামাচ্ছি। প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন সুদ্ধি অভিযান এখানেই শেষ না,সব ক্ষেত্রেই হবে । ‘
সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য কর্মকর্তা মো.আহসান উদ্দীনের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শওকত ওসমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর রেজাউল হক, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.সাখাওয়াত হোসেন, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন পাটোয়ারী, প্রশিক্ষণার্থী সাবিনা আক্তার, আল-আমিন, অনামিকা মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে যারা আত্মনির্ভরশীল হয়েছেন তাদের মধ্য থেকে আব্দুল মতিন তাপাদার, সংগঠকদের পক্ষ থেকে সোনালী সুদিন সংগঠনের সভাপতি এইচ এম হানিফ, জননী মহিলা কল্যাণ সমিতির জোসনা বেগম,প্রশিক্ষিত যুব উন্নয়ন পরিষদের সভাপতি শেখ মহসিন।
মাজহারুল ইসলাম অনিক ,১ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur