Home / আন্তর্জাতিক / প্রবাস / সরাসরি মদিনা থেকে ঢাকা ফ্লাইট শুরু
start-madina-to-dhaka-biman-flight

সরাসরি মদিনা থেকে ঢাকা ফ্লাইট শুরু

মদিনা প্রবাসীদের বহুল প্রত্যাশিত বাংলাদেশ বিমানের ঢাকা-মদিনা ফ্লাইটের ১ম যাত্রা হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সৌদিআরব সময় বিকাল সাড়ে ৫ টায় বিজি-৩৭ ফ্লাইটটি মদিনা প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে এস পৌছালে সৌদি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ৭৮৭-৮ ড্রীমলাইনারকে ফায়ার ব্রিগেটের সদস্যরা পানি চিটিয়ে সংবর্ধনা প্রদান করেন।

এ ছাড়াও সৌদি সিভিল এভিয়েশন ও বাংলাদেশ দূতাবাসের নেতৃত্বে বিশাল কেক কেটে বাংলাদেশ বিমানের বিজি-৩৭ ফ্লাইটের অবতরন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উস্থিত ছিলেন জেদ্দার কন্সোল জেনারেল বোরহান উদ্দিন, শ্রম কন্সোলার মোঃআমিনুল ইসলাম, কন্সাল পাসপোর্ট মোঃ কামরুজ্জমান,বিমানের কান্ট্রী ম্যানেজার মোহাম্মদ নাসিমসহ বিমানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিমান যাত্রীরা ইমিগ্রেশন এলাকা থেকে বেরিয়ে আসিলে বাহিরে অপেক্ষমান শত শত প্রবাসীরা তাদেরকে লাল গোলাপ দিয়ে যাত্রীদের বরন করে নেন।

রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারাও প্রবাসীদের সাথে যাত্রীদের অভ্যর্থনা জানান। উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের সাথে মদিনায় অবস্থানরত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন মদিনার সাংবাদিক পরিষদের সভাপতি মুছা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ফ ই ম ফরহাদ, মোঃ শাহাদাত হোসেন, মোঃমাহবুব আলম প্রমুখ।

প্রতিবেদন : মদীনা থেকে মাহবুব আলম, ২৯ অক্টোবর ২০১৯