Home / চাঁদপুর / বিষ্ণুদী মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থীদের দোয়া
বিষ্ণুদী মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থীদের দোয়া

বিষ্ণুদী মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থীদের দোয়া

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ৮ম শ্রেণী (জেডিসি) পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া ২৮ অক্টোবর সামবার বেলা ১১ টায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পিতা-মাতার তখনই সার্থকতা আসবে, যখন তোমারা ভালো রেজাল্ট করবে। তোমরা পিতা-মাতা এবং শিক্ষকদের সম্মান রক্ষা করতে হলে অবশ্যই ভালো ভাবে লেখা পড়া করতে হবে। এজন্য তোমাদের চেষ্টা করতে হবে। তোমরা যত চেষ্টা করবে, ততই উন্নতি করতে পারবে। মানুষ পারে না এমন কোন কাজ পৃথীবিতে নেই। আধুনিক শিক্ষা অর্জনে মাদ্রাসা এগিয়ে রয়েছে। তাই মাদ্রাসার ঐতিহ্য রক্ষার্থে ভালো ফলাফল করতে হবে।

বিষ্ণুদী মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌ. দেলোয়ার হোসেন।

মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. হাবিবুল্লাহর পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তক্য রাখেন সহকারী অধ্যাপক মাও. আব্দুল মান্নান, আরবি প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক, মাও. এবি এম ফারুকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মুফিতি কেফায়েত উল্লাহ, মো. নজরুল ইসলাম মনির হোসেন, সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, মো. আলআমিনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৮ অক্টোবর ২০১৯