দীর্ঘ ৯ বছর পূর্বে মোঃ খলিল (৪৫) নামের এক অসহায় রিক্সা চালকের ভেঙ্গে যাওয়া হাড়ের অপারেশন করে চিকিৎসায় সুস্থ করে তুলনেন চাঁদপুর সরকারি হাসপাতালের ক,জন চিকিৎসক। দুই তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসা শেষে গত মাসে খলিল সুস্থ হয়ে হাঁসি মুখে বাড়ি ফিরেছেন।
জানাযায়, রিক্সা চালক খলিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা মহেমপুর গ্রামের আঃ জলিল মিয়ার ছেলে। সে একজন অসহায় দিন মজুর। ঘরে স্ত্রী এবং ছেলে সন্তান রয়েছে। তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে খলিল রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ থেকে প্রায় দীর্ঘ নয় বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় খলিলের ডান হাতটি মারাক্তক ভাবে ভেঙ্গে যায়। কিন্তু আর্থিক সংকটে খলিল হাতের চিকিৎসা করাতে পারেনি।
জীবনের তাগিদে ভাঙ্গা হাত দিয়েই রিক্সা চালিয়ে জীবনের গ্লানি টেনে গেছেন। আর এই ৯ বছরের মাথায় গত আগস্ট মাসে খলিল আবারো দুর্ঘটনার শিকার হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। খলিলের চিকিৎসাসেবা দিয়ে গিয়ে ওই চিকিৎসকরা তার ৯ বছর পূর্বে ডান হাতটি ভেঙ্গে যাওয়ার কথা জানতে পারেন।
আশ্চর্য হলেও এমন সত্যিটা জানতে পেরে মানবতার হাত বাড়িয়ে দিয়ে ওই রিক্সা চালকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরে ডাক্তার ফরিদ আহমেদ সহ অন্যান্য চিকিৎসক, চাঁদপুর সরকারা হাসপাতালের সমাজ সেবা, এবং হাসপাতালের সহযোগিতায়। খলিলের চিকিৎসার ঔষধ পত্র চলতে থাকে।
১ মাস বিছানায় থেকে গত ২৫ সেপ্টেম্বর তার ভাঙ্গা হাড়ের অপারেশন করা হয়।
ডাক্তার ফরিদ আহমেদ জানান, নয় বছর পূর্বে খলিলের হাতটি ভেঙ্গে যায়, কিন্তু সে ভাঙ্গে হাতের ব্যথা নিয়েই কাজকর্ম করেছেন। ৯ বছর পরে আবারো দুর্ঘটনায় আহত হয়ে সে হাসপাতালে ভর্তি হলে আমরা বিষয়টি জানতে পারি। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা বলে, সমাজসেবা, এবং হাসপাতালে কর্তপক্ষ তার ঔষধ চালিয়েছেন। আমরাও মানবাতার দিক বিবেচনা করে জুড়িবোর্ড বসিয়ে তার অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করি। গত ২৫ সেপ্টেম্বর সম্পূর্ণ বিনা খরচে তার হাতের অপারেশন করা হয়। ভাঙ্গা হাড়ে আমরা স্ক্রুপ এবং প্লেট বসিয়েছি। এখন সে সুস্থ হয়ে উঠেছেন। স্বাভাবিবভাবে হাত নাড়াচাড়া করতে পারছেন।
আর যাদের সহানুভূতি এবং সহযোগিতায় খলিল ৯ বছর পূর্বে ভেঙ্গে যাওয়া হাত ফিরে পেয়েছেন, তারা হলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অর্থপেডিক বিশেষজ্ঞ ডাক্তার শাহাদাত হোসেন, ডাক্তার আনিসুর রহমান, ডাক্তার ফরিদ আহমেদ, ডাক্তার ( এনেস্থেসিয়া) আবু সাদত মোঃ সায়েম।
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২৮ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur