চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা সদরের মার্কেন্টাইল ব্যাংকের ৬ষ্ঠ তলায় আয়োজিত সভায় পৌর যুবদলের আহবায়ক মো. মহসিন মোল্লার সভাপতিত্ব জেলা যুবদলের সদস্য আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ বাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি মজিবুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান মফু, আব্দুল খালেক পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, মো. দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি হারুন- অর রশিদ, পৌর বিএপি’র আহবায়ক আমানত গাজী, সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা নাজিমুর রহমান, মো. আমিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য হাছান পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর হোসেন রনি, উপজেলা ছাত্রদল নেতা শামীম হোসেন, বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন ভূঁইয়া, রাসেল রানা প্রমূখ।
এদিকে একই দিন বিকালে উপজেলা সদরের বান্ডরী মহলের তৃতীয় তলায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক মো. নাছির উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন পাটওয়ারী, জাকির হোসেন ভিপি, সাবেক ভিপি শাহ্ আলম মুকুল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বার, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন পাটওয়ারী,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল পাটওয়ারী, ফারুক খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজিব, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দল পৌর আহবায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন পাঠান, ছাত্রদল পৌর আহবায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, শ্রমিক দল উপজেলা সভাপতি আজিম খান প্রমুখ।
প্রতিবেদক : শিমুল হাছান, ২৭ অক্টোবর ২০১৯