কুমিল্লায় এক সিনিয়র সাংবাদিকের সাথে কুমিল্লা জেলা প্রশাসনের এক ম্যাজিস্ট্রেট এর অসৌজন্যমূলক আচরনে সংক্ষুব্ধ সাংবাদিকরা। প্রতিবাদে আলটিমেটাম দিয়েছে টিভি সাংবাদিক সংগঠন “টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন।
আল্টিমেটামে ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করার দাবি জানানো হয়।
সংগঠন সমুহের নেতৃবৃন্দ জানান, দাবী না মানা পর্যন্ত জেলা প্রশাসনের সকল নিউজ বর্জন করা হবে। তবে, সাংবাদিকদের সাথে কুমিল্লা জেলা প্রশাসনের সম্পর্ক বজায় রাখার আহবান জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লা এর সভাপতি একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, সাধারণ সম্পাদক মাইটিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রনী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজ, ইউএনবি প্রতিনিধি খায়রুল আহসান মানিক,
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক,
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আরটিভি স্টাফ রিপোর্টা গোলাম কিবরিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লা এর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির প্রতিনিধি সায়্যিদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দেশটিভি ভোরের কাগজ প্রতিনিধি এম. ফিরোজ মিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লা এর সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দীন,
জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, বৈশাখী টিভি প্রতিনিধি আনোয়ার হোসাইন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, সময় টিভির বাহার রায়হান, মাছরাঙা টিভি ও রাইজিং বিডি’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, মোহনা টিভির প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, এসএ টিভির প্রতিনিধি আবু মুছা, চ্যানেল টুয়েন্টি ফোর এর প্রতিনিধি জাহিদূর রহমান, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা, নিউজ টুয়েন্টি ফোর এর প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন,
নতুন সময় টিভির প্রতিনিধি আহসান হাবিব, আনন্দ টিভির প্রতিনিধি আহসান হাবিব পাখি। ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৫ অক্টোবর শনিবার রাতে সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মন এর মেলার অনুষ্ঠানে কুমিল্লার এক সিনিয়র সাংবাদিক এর সাথে অসৌজন্যমূলক আচরণ করে একজন ম্যাজিস্ট্রেট।
কুমিল্লা করেসপন্ডেন্ট, ২৭ অক্টোবর ২০১৯