চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন থেকে এক মাদক ব্যবসায়ীকে ১’শ পিচ ইয়াবা সহআটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
২৬ অক্টোবর রোববার রাতে এ এস আই রবিউল সঙ্গীয় ফোর্সসহ রাজু আহম্মেদ সবুজ (২৮) কে ১শ’ পিস ইয়াবাসহ আটক করেছে। আটককৃত রাজু দেইচর গ্রামের সর্দার বাড়ির কবির সর্দারের ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। এ যুদ্ধ অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী যত ক্ষমতাধর ব্যক্তিই হউক ছাড় দেওয়া হবে না।
প্রতিবেদক:শিমুল হাছান, ২৭ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur