Home / চাঁদপুর / প্রাথমিক সমাপনিতে চাঁদপুরে ১৫৫ কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৫২ হাজার
examinition-19
ফাইল ছবি

প্রাথমিক সমাপনিতে চাঁদপুরে ১৫৫ কেন্দ্রে পরীক্ষার্থী সাড়ে ৫২ হাজার

আগামি  ১৭  নভেম্বর সারাদেশসহ চাঁদপুরের সকল উপজেলায়  এক ও অভিন্ন নিয়ম-কানুনে  স্ব-স্ব উপজেলা শিক্ষা বিভাগ সরকারি বিধিমালায় এ পরীক্ষা পরিচালিত হচ্ছে ।  চাঁদপুরে  ।  ২০১৯ শিক্ষাবর্ষে  ১ শ’  ৫৫  কেন্দ্রে প্রাথমিক-এবতেদায়ীতে  ৫২ হাজার ৪ পরীক্ষার্থী ৭৪  জন অংশ নিচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, চাঁদপুরে ১ হাজার ১ শ’ ১১ টি প্রাথমিক-এবতেদায়ী প্রতিষ্ঠানের এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার  ৪ শ’৭৪ জন ।

প্রাপ্ত পরিসংখ্যান মতে,   প্রাথমিক শিক্ষা সমাপনি শিক্ষার্থীর সংখ্যা ৪৫  হাজার  ৬ শ’  ১৭ জন।  ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা  ৬   হাজার  ৮ শ’ ৫৭ জন ।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে বেশ ক’ টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্তব্য পালন করবে এমন প্রধান শিক্ষকদের তালিকা অনুমোদন,কক্ষ পরিদর্শক নিয়োগ,পরিদর্শন টীম ও মেডিক্যাল টীম গঠন,ফৌজদারি কার্যবিধি জারি ও অাইন-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বের মতই হবে ।

পরীক্ষা কক্ষে কোনো পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র সচিব, ১ জন হল সুপার,২ জন পুলিশ ও ৩ জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি ২৫ জন অনুপাতে ১ জন শিক্ষক হল পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন।

প্রাপ্ত পরিসংখ্যান মতে,চাঁদপুর সদরের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮শ’ ৭৫ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার

৬ ৪ জন । কেন্দ্র ২৪ টি।  কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯ শ ৬০ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩২শ’ ৭৮  জন । কেন্দ্র  ১৫ টি ।

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ১ শ’১৮  জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১ শ ৮  জন । কেন্দ্র ২২ টি হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১ শ’৩৯ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৮২ জন । কেন্দ্র ৮ টি ।

শাহারাস্তি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫ শ’ ১০ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৭শ’৭৩ জন । কেন্দ্র ১৬ টি । ফরিদগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২ শ’ ১০ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার  ৫শ’১৫  জন।  কেন্দ্র ২৯ টি ।

মতলব দক্ষিণে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯ শ’৬১ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ’৯৫  জন । কেন্দ্র ১৬ টি।মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮ শ’৪৪ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’ ৩৬  জন । কেন্দ্র ২৫ টি। জেলার সব উপজেলার সব কেন্দ্রে এক ও অভিন্ন নিয়ম নীতিতে পাবলিক পরীক্ষার মতই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

প্রতিবেদক-আবদুল গনি : আপডেট, বাংলাদেশ ৭ : ০০পিএম, ২৫  অক্টোবর  ২০১৯ , শুক্রবার
ডিএইচ