Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কমিটি গঠন
SHIMUL

সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কমিটি গঠন

ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়নের বিএনপি’র সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার ২৪ অক্টোবর সকালে বড়গাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো.আজিজুর রহমান আজিজ।

সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান আশু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মো.ফজলুর রহমান।

প্রধান অতিথি মো.আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, ‘সারাদেশে যখন বিএনপির দু:সময়, তখন সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বাধীন ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনগুলো ছিল চাঙ্গা ভাব। শত শত মামলা হামলায় জর্জরিত হয়ে দিনের পর দিন মামলার হাজিরা দিয়েও হাজার হাজার নেতাকর্মী ছিল উজ্জীবিত। তাদের আপনজন তাদের সাথে ছিল।

আজ যখন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে বিএনপিকে তৃণমূল থেকে সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। ঠিক তখন আপনারা লক্ষ্য করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠন গুলোকে ধ্বংস করার নীলনকশা করছে একটি মহল। ’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন পাটওয়ারী, জাকির হোসেন ভিপি, সাবেক ভিপি শাহ্ আলম মুকুল, বিএনপি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বার, সাবেক প্রচার সম্পাদক উপজেলা বিএপির সেলিম পাটওয়ারী, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন বাবুল, যুবদল উপজেলা আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী,যুগ্ম-আহবায়ক টুটুল পাটওয়ারী,স্বেচ্ছাসেবক দল উপজেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন পাটওয়ারী,রুপসা উত্তর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,যুবদল নেতা ফারুক খান,পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দল পৌর আহবায়ক সেলিম মাহমুদ রাঢ়ী,সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন পাঠান, ছাত্রদল পৌর আহবায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, শ্রমিক দল উপজেলা সভাপতি আজিম খান প্রমুখ।

ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়নের সম্মলেন শেষে ৯টি ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে কণ্ঠ ভোটে সিরাজুল ইসলাম মাষ্টারকে সভাপতি , আশরাফ আলী খান আশুকে সাধারণ সম্পাদক ও সৈয়দ আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সিমুল হাসান , ২৪ অক্টোবর ২০১৯