Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ সদরে পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত
hajigonj-pic--..

হাজীগঞ্জ সদরে পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্ত

হাজীগঞ্জ সদর ইউনিয়ননে পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত ঘোষণা বৃহস্পতিবার ২৪ অক্টোরব করা হয়। সদর ইউপি কার্যালয়ে তালিকা অনুযায়ী ভিক্ষুকদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ছাগল,হাঁস মুরগি এবং প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম মীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘ ইতিমধ্যে উপজেলার অর্ধেক ইউনিয়নে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে।

আমরা আশা করি আগামি এক সপ্তাহের মধ্যে পুরো উপজেলায় ভিক্ষুকমুক্ত ঘোষণা করতে পারবো। তাহলে দেশে ভিক্ষকমুক্ত উপজেলা হিসাবে হাজীগঞ্জের মান আরো উজ্জ্বল হবে। এ জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি আমি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।’

ভিক্ষুকমুক্ত অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের সচিব মো.সোলেমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আশ্রাফ দুলাল,যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন সবুজসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জহিরুল ইসলাম জয়,২৪ অক্টোবর ২০১৯