Home / চাঁদপুর / এ প্লাস না পেয়েও ঢাবিতে চান্স পেলো চাঁদপুরের নবনী
Nabani

এ প্লাস না পেয়েও ঢাবিতে চান্স পেলো চাঁদপুরের নবনী

চাঁদপুর মহিলা কলেজের ছাত্রী নুরুন্নাহার আক্তার নবনী এ প্লাস না পেয়েও ২০১৯-’২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল। নুরুন্নাহার আক্তার নবনী ২০১২ সালে চাঁদপুর সদরের সফরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল-আমিন একাডেমি ছাত্রী শাখায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় এবং ২০১৭ সালে এসএসসি পাশ করে । তার জিপিএ -৪.৫০ ।

২০১৯ সালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে মানবিক শাখায় এইচএসসি পাশ করে । জিপিএ ৪.৫৮ । নবনী আত্মপ্রত্যয়ী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। এর মধ্যে ঢাবিতেই ভর্তির সুযোগ মেলে । সে অর্থনীতিতে পড়াশুনা করতে অগ্রহী ।

তার গ্রামের বাড়ি চাঁদপুর সদরের কল্যাণপুরের দক্ষিণ দাসদি মিজি বাড়ি। তার বাবার নাম আবদুল গফুর মিজি ও মাতার নাম রহিমা বেগম ময়না। তার বাবা বেসরকারি একটি সংস্থায় চাকুরি করত যিনি ২০১৭ সালে হঠাৎ হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ফলে নুরুন্নাহার আক্তার নবনীকে অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে উচ্চ শিক্ষাগ্রহণে পাড়ি দিতে হচ্ছে। তারা দু’বোন ।

আরোও পড়ূন : চাঁদপুরের কৃতী সন্তান ফাহিম এখন বিচারক

করেসপন্ডেন্ট, ২৩ অক্টোবর ২০১৯ ।