চাঁদপুরে সরকারি তালিকায় প্রতিনিয়ত বাড়ছে প্রবাস ফেরত মানুষের সংখ্যা। এমন পরিস্থিতিতে সোমবার ২৩ মার্চ দুপুর পর্যন্ত জেলায় ৮১৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব প্রবাসী মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত এক সপ্তাহ আগে চাঁদপুরে গ্রামের বাড়িতে ফেরেন। এর আগে ২২ মার্চ রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮৮ জন। তথ্য গোপন করে এসব প্রবাসী এতদিন প্রকাশ্যে চলাফেরা করেছেন। অবশেষে তাদের লাগাম টেনে ধরতে চাঁদপুরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে।
তাই এখন হোম কোয়ারেন্টিনে যাওয়া অনেককেই মুঠোফোনে জানতে চাওয়া হয়, হ্যালো ভাই-আপনি কেমন আছেন। শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে আমাদের জানান। এতে আপনি বাচুঁন, পরিবারকে বাঁচান এবং দেশকেও বাঁচান।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, গত ১ মার্চ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন দুই হাজার ১৭১ জন। মাঠপর্যায়ে তৈরি তালিকায় এমন সংখ্যা আপাতত পাওয়া গেছে। এর মধ্যে গত ৯ মার্চ অনেকেরই হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। তবে এক সপ্তাহ আগে এসেছেন এমন ৮১৯ জনকে খুঁজে তাদেরকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন আরো জানান, এই ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার ভিডিপি এবং জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, যাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে মুঠোফোনে তদারকির জন্য জেলা প্রশাসনের ৩০ কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। এসময় কারো শারীরিক অসুস্থতা দেখা দিলে সেই বিষয়ও তথ্য জানানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, এখন হোম কোয়ারেন্টিনে যাওয়া অনেককেই মুঠোফোনে জানতে চাওয়া হয়, হ্যালো ভাই-আপনি কেমন আছেন। শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে আমাদের জানান। এতে আপনি বাচুঁন, পরিবারকে বাঁচান এবং দেশকেও বাঁচান। এছাড়া চাঁদপুর জেলার সবগুলো উপজেলায় সাপ্তাহিক হাট এবং গরু ছাগলের বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন নির্দেশনা কেউ ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন, জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা।
অন্যদিকে, করোনাভাইরাস থেকে সচেতন হতে আনসার ও ভিডিপির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ শুরু হয়েছে। সোমবার দিনভর এই বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা চাঁদপুর শহরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
এসময় জেলা আনসার ভিডিপির অ্যাডজুটেন্ট ইব্রাহিম খলিল বলেন, সাধারণ মানুষকে করোনাভাইরাস ঝুঁকি এড়াতে সতর্ক এবং প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টিন মেনে চলার জন্য তারা প্রচার অভিযান শুরু করেছেন। আরো পড়ুন- করোনা নিয়ে যা বললেন চাঁদপুরের কৃতি সন্তান বিশ্বখ্যাত অণুজীববিজ্ঞানী ডা. সমীর
করেসপন্ডেন্ট, ২৩ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur