মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহ্সপতিবার ১৩ অক্টোবর আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি,জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” স্লোগান নিয়ে সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, পিআইও অফিসের উপ-সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম ও অফিস সহকারী আজিজুর রহমান।
মাহফুজ মল্লিক, ১৩ অক্টোবর, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur